পুরো নাম সত্যব্রত বিশ্বাস। ডাক নাম বাপ্পি। আমরা দাদাকে ডাকি বাপ্পিদা বলে। দাদা অনুপ্রাণিত হয়ে বাপ্পিদা এ নামেই পেজও খুলেছেন।
বাপ্পিদা প্রেমিক মানুষ। প্রেম তার জীবনে অতপ্রত জড়িত। আর প্রেমের পূর্বশর্ত তো হচ্ছে বিচ্ছেদ। বাপ্পিদাও এই বিচ্ছেদ থেকে মুক্ত থাকতে পারেননি। স্বাভাবিক মানুষ বিচ্ছেদে ভেঙে পড়ে। মানুষ হিসেবে মানুষও ভেঙে পড়ে। কিন্তু বাপ্পিদার ভিতর আবার হেলাল হাফিজ স্বত্তা আছে। ফলে বিচ্ছেদের সময়কালে বা পরে তার ভিতর কবিস্বত্তা জেগে ওঠে। সে কবিতা লিখতে পারে সে সময় দারুণ ভাবে।
বাপ্পিদা যেটুকু কবিত্ব অর্জন করেছেন, তার পেছেনে সবচেয়ে যে জিনিসটা প্রভাবক হিসেবে কাজ করেছে সেটা হল এই প্রেম ও বিচ্ছেদ। এই প্রেম ও বিচ্ছেদ নিয়ে বাপ্পিদার প্রথম কবিতার বই দূরত্ব ছায়া। এই বইটার পর বাপ্পিদা দীর্ঘ বিরতি নিয়েছিলেন পরবর্তী বই বের করতে। অবশেষে বাপ্পিদার বই আসছে এইবারের ২০২৫ এর বই মেলায়। বাপ্পিদা এই বারের বইয়ের নাম বিচ্ছেদের মাস দেড়েক আগে।
এবার তার ভক্তদের মন আরও ভরবে। বাপ্পিদার প্রেম ও বিচ্ছেদ হয়তো আরও অনেক বইয়ের জন্ম দিবে। আমরা বাপ্পিদার কাছে এটুকু আশা করতেই পারি।